ক্ষেতলালের উল্লেখ যোগ্য নদী- তুলসিগঙ্গা ও হারাবতি নদী।
তুলসীগংগা নদীটি উপজেলার ক্ষেতলাল পৌরসভা ও তুলসীগংগা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে।
আর হারাবতী নদী বড়তারা ইউনিয়নে।
সংস্কারের অভাবে সরু নালায় পরিণত হয়েছে ক্ষেতলালের তুলসীগঙ্গা ও হারাবতী নদী। এতে শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় সেচ দিতে পারছেন না এখানকার কৃষকেরা। তাই নদী খননে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি উপজেলাবাসীর। একটা সময় ছিল যখন ক্ষেতলালের এই তুলসীগঙ্গা নদীতে চলতো পাল তোলা নৌকা। বিভিন্ন জায়গা থেকে এখানে নদী পথেই আসতেন ব্যবসায়ীসহ পর্যটকরা। কিন্তু এখন পাল্টে গেছে সেই চিত্র। সংস্কারের অভাবে তুলসীগঙ্গা সহ হারাবতী নদী এখন সরু নালা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS