Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ভাষ্কর মোঃ শহীদুল ইসলাম (পচা)র ভাষ্কর্য
বিস্তারিত

নামঃ মোঃ শহীদুল ইসলাম (পচা), জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ী গ্রামে তার বাস। পেশায় সে একজন রং মিস্ত্রী। ভালবাসা থেকেই তার ভাষ্কর্য তৈরী করা। ভাষ্কর্য তৈরীতে তার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেই। অথচ অনেক সুন্দর সুন্দর ভাষ্কর্য অনায়াসেই তৈরী করতে পারে সে। দিনের বেলায় রং মিস্ত্রীর কাজ করে রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে অনেক কষ্ট করে শুধু মাত্র ভালবাসা থেকেই সে ভাষ্কর্য তৈরী করে। এ কাজে তার কোন লাভ নেই। ভাষ্কর্য তৈরীতে তার যত টাকা খরচ হয় সেই টাকাও ভাষ্কর্য বিক্রি করে তুলতে পারে না সে। তবুও সে আশা করে তার তৈরী ভাষ্কর্য এলাকার বিভিন্ন স্থানে থাকবে এবং সবাই তা দেখে অনেক খুশি হবে। ইতোমধ্যে তার ভাষ্কর্য তৈরীর উপর সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় দিগন্ত টেলিভিশন এবং প্রথম আলো পত্রিকায় । এই ভাষ্কর মনে করে কোন রকম সহযোগীতা পেলে সে আরো সুন্দর সুন্দর ভাষ্কর্য তৈরী করতে পারবে।