জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ১৭ জুলাই ২০১৪ রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রাথমিক পর্যায় থেকে গ্রাজুয়েশন পর্যন্ত মোট ৬৮ জনের মাঝে ৩ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩২ জন শিক্ষার্থীকে প্রতিমাসে ২’শ টাকা হারে মোট ৬৮ হাজার ৮’শ, ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২৩ জন শিক্ষার্থীকে প্রতিমাসে ৫’শ টাকা হারে মোট ১ লক্ষ ৩৮ হাজার, একাদশ থেকে দ্বাদশ শেণি পর্যন্ত মোট ৭ জন শিক্ষার্থীর মাঝে প্রতিমাসে ৮’শ টাকা হারে মোট ৬৮ হাজার ২’শ এবং গ্রাজুয়েশন একজন শিক্ষার্থীর মাঝে প্রতিমাসে ১ হাজার ৫’শ টাকা হিসেবে মোট ১৮,০০০/- টাকা প্রদান করা হয়। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও বৃত্তিমূলক শিক্ষা সহায়ক কমিটির আহবায়ক জনাব মোঃ আব্দুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ শফিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব এস এম শামীম এহসানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস